বাংলা ব্যাকরণের সকল
অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নসমূহ
[বি.দ্র:
নিচের () এই চিহ্নটি সঠিক উত্তর]
:::ভাষা :::
১. ভাষা কী?
ক. উচ্চারণের প্রতীক খ. কণ্ঠের উচ্চারণ
ভাব প্রকাশের মাধ্যম ঘ. ধ্বনির সমষ্টি
২. চলিত রীতির প্রর্বতন করেন কে?
ক. প্যারীচাঁদ মিত্র খ. গিরীশচন্দ্র সেন
প্রমথ চৌধুরী ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৩. ভাষার কোন্ রীতিতে সর্বনাম ও ক্রিয়া পদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে?
ক. চলিত রীতি সাধুরীতি
গ. আঞ্চলিক রীতি ঘ. সবকটি
৪. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
ক. বিশেষ্য ও বিশেষণ ক্রিয়া
ও সর্বনাম
গ. বিশেষ্য ও ক্রিয়া ঘ. বিশেষণ ও ক্রিয়া
৫. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
গুরু-গম্ভীর খ. গুরুচন্ডাল
গ. অবোধ্য ঘ. দুর্বোধ্য
৬. কোনটি মিশ্র শব্দ?
বাদশা-
বেগম খ. হেডমৌলভী
গ. চন্দ্র-সূর্য ঘ. চাকর-বাকর
৭. ফরাসি শব্দ কোনটি?
ক. হরতাল খ. পাদ্রি
গ. তোপ কুপন
৮. তদ্ভব কোন ধরনের শব্দ?
পারিভাষিক খ.
সংস্কৃত
গ. হিন্দী ঘ. আঞ্চলিক
৯. ‘কুপন’ কোন ভাষা থেকে গৃহীত শব্দ?
ক. ইংরেজি ফরাসি
গ. ফারসি ঘ. ওলন্দাজ
১০. কোনটি তৎসম শব্দের উদাহরণ?
ক. কুচ্ছিত খ. বেগম
গ. গিন্নী হস্ত
১১. কোনটি মিশ্র শব্দ?
ক. নামায-রোযা খ. চা-চিনি
হাট-বাজার ঘ. কেতাব-কলম
১২. ‘হরতাল’ কোন ভাষার শব্দ?
ক. ওলন্দাজ খ. তুর্কী
গ. হিন্দী গুজরাটী
১৩. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
ক. গুরুগম্ভীর খ. কৃত্রিম
পরিবর্তনশীল ঘ. তৎসম শব্দবহুল
১৪. কোনটি ধর্মসংক্রান্ত ফারসি শব্দ?
ক. কুরআন রোযা
গ. নালিশ ঘ. ঈদ
১৫. রাজা-বাদশা (তৎসম+ফারসি) -
ক. ফারসি শব্দ খ. ইংরেজি শব্দ
গ. আরবি শব্দ
মিশ্র শব্দ
১৬. কোনটি অর্ধতৎসম শব্দের উদাহরণ?
কুচ্ছিত খ. ভবন
গ. মনুষ্য ঘ. বৈষ্ণব
১৭. আঞ্চলিক ভাষার অপর নাম কি?
ক. কথ্যভাষা উপভাষা
গ. সাধুভাষা ঘ. চলিত ভাষা
১৮. ‘হাত’ শব্দটি কোন শ্রেণীর?
ক. দেশী খ. তৎসম
তদ্ভব ঘ. বিদেশী
১৯. ‘গুরুচন্ডালী দোষ’ কাকে বলে?
সাধু ও চলিত রীতির মিশ্রণকে
খ. চলিত ও আঞ্চলিক রীতির মিশ্রণকে
গ. সাধু ও আঞ্চলিক রীতির মিশ্রণকে
ঘ. চলিত ও উপভাষার মিশ্রণকে
২০. বাংলা ভাষার রীতি কয়টি?
দুইটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
২১. ভাষাকে
রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?
ক. বাগধারার খ. অঙ্গ-প্রত্যঙ্গের
বাগযন্ত্রের ঘ. চক্ষু ও কর্ণের
২২. মানুষের
কণ্ঠ নিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে কি বলে?
ক. ধ্বনি খ. শব্দ
গ. বাক্য ভাষা
২৩. মানুষ নিচের কোনটির সাহায্যে সুক্ষাতিসুক্ষ ভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
ক. অঙ্গ-প্রত্যঙ্গের ইঙ্গিতের সাহায্যে
কণ্ঠধ্বনির সাহায্যে
গ. চিত্রাঙ্কনের সাহায্যে
ঘ. ঘোষ ও অঘোষ ধ্বনির সাহায্যে
২৪. নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ?
আলমারি, গুদাম খ. চাহিদা, শিখ
গ. চান, চিনি ঘ. কুপন, ডিপো
২৫. বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়?
ক. আনুপাতিক খ.
আনুষঙ্গিক
প্রাতিপাদিক ঘ. প্রত্যয়াšিতক
২৬. নিচের কোনটি তৎসম শব্দ?
চন্দ্র/ধর্ম খ. গিন্নী
গ. ডিঙ্গা ঘ. ঈমান
২৭. যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে সেগুলো -
তৎসম শব্দ খ. তদ্ভব শব্দ
গ. দেশী শব্দ ঘ. বিদেশী শব্দ
২৮. ‘গিন্নী’
কোন শ্রেণীর শব্দ?
ক. খাঁটি বাংলা খ. দেশী
গ. বিদেশী অর্ধতৎসম
২৯. কোনটি তদ্ভব শব্দের উদাহরণ?
ক. কর্ম খ. গিন্নী
হাত ঘ. ইস্কুল
৩০. ‘পকেটমার’
শব্দটি কোন শ্রেণীর?
ক. তৎসম খ. দেশী
গ. বিদেশী মিশ্র
:::বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় :::
৩১. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী?
সন্ধি, সমাস, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
খ. বাক্য গঠন ও উচ্চারণ
গ. সন্ধি, উপসর্গ ও প্রত্যয়
ঘ. বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
৩২. ব্যাকরণের
কাজ কি?
ভাষার বিশ্লেষণ খ. ভাষার উন্নতি
গ. ভাষার নিয়ম-শৃঙ্খলা ঘ. ভাষার নিয়ম প্রতিষ্ঠা
৩৩. ব্যাকরণের
মূল ভিত্তি কি?
ক. ধ্বনি ভাষা
গ. শব্দ ঘ. বাক্য
৩৪. শব্দের
ক্ষুদ্রতম একক কি?
ধ্বনি বা বর্ণ খ.
বাক্য
গ. চিহ্ন ঘ. ভাষা
৩৫. ‘বচন, লিঙ্গ, কারক, সমাস’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. ভাষাতত্ত্বে
রূপতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
৩৬. ব্যাকরণের
‘বাক্যতত্ত্ব’ অংশে আলোচিত হয়?
ক. ধ্বনি, বর্ণপ্রকরণ, বর্ণবিন্যাস, সন্ধি ইত্যাদি
বাক্য প্রকরণ, বাক্য বিশ্লেষণ, বাক্যের গঠনপ্রণালী, বাগধারা ইত্যাদি
গ. শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ, বচন, শব্দরূপ, ধাতুরূপ ইত্যাদি
ঘ. ওপরের সবগুলোই
৩৭. ‘ধাতুরূপ’
ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব ঘ. ছন্দতত্ত্ব
৩৮. রূপতত্ত্বের অপর নাম কি?
ক. বাক্যতত্ত্ব শব্দতত্ত্ব
গ. ধ্বনিতত্ত্ব ঘ. পদক্রম
:::ধ্বনিতত্ত্ব :::
৩৯. ‘ক্ষ’ যুক্ত বর্ণটির স্বরূপ কী?
ক্ + ষ খ. ষ্ + ক
গ. হ্ + ম ঘ. ষ্ + ণ
৪০. বাংলা বর্ণমালার যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি?
ক. ১১টি খ. ২৫টি
২টি ঘ. ৩৯টি
৪১. ‘ক’ হতে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে কী বর্ণ বলা হয়?
ক. মহাপ্রাণ বর্ণ স্পর্শ বর্ণ
গ. ওষ্ঠ্য বর্ণ ঘ. ঘোষ বর্ণ
৪২. কোন্টি
কম্পনজাত ধ্বনি?
র খ. ড়
গ. গ ঘ. ণ
৪৩. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধ-মাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে
ক. ৩২, ৮, ১০ খ.
৩২, ৭, ১১
৩০, ৮, ১২ ঘ. ৩২, ৭, ৯
৪৪. কোন্ চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?
ক. ক, চ, ট, ত খ.
খ, ছ, ঠ, থ
শ, ষ, স, হ ঘ.
গ, ঘ, ঙ, চ
৪৫. যে কোন ভাষায় ব্যবহৃত বর্ণসমষ্টিকে সে ভাষার কী বলে?
ক. বর্ণ
বর্ণমালা
গ. ব্যঞ্জন বর্ণ ঘ.
স্বরবর্ণ
৪৬. উষ্ম বর্ণ কোন্টি?
ক. জ শ
গ. ঞ ঘ. চ
৪৭. কোন্টি
মৌলিক স্বরধ্বনি?
ক. ঔ
ই
গ. ঐ ঘ. সব কয়টি
৪৮. ধ্বনির
প্রতীক বা সংকেতকে কী বলে?
ক. ধ্বনি
বর্ণ
গ. অক্ষর ঘ. কার
৪৯. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় জ্জ
ক. আ-কার খ. ই-কার
গ. ঈ-কার কার
৫০. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
ক. কার
ফলা
গ. কষি ঘ. মাত্রা
৫১. সংযুক্ত
বর্ণের কোন্ রূপটি সঠিক?
ক. ঙ + গ = ঙ্গ খ.
হ + ণ =হ্ন
ক +ষ = ক্ষ ঘ. জ + ঞ = ঞ্জ
৫২. পরবর্তী
স্বর সংবৃত হলে শব্দের আদি ‘অ’ কি হয়?
ক. বিবৃত খ. স্বাভাবিক
গ. অবিকৃত সংবৃত
৫৩. বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো?
ক. আম্র, বৃহৎ, মিঞা রং, চাঁদ, দুঃখ
গ. আয়না, হরিণ, ঋণ ঘ. শিউলি, উচিত, বৃষ
৫৪. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কি কি?
ক. ই এবং উ খ. অ এবং এ
ঐ এবং ঔ ঘ. আ এবং ও
৫৫. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. অল্পপ্রাণ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
মহাপ্রাণ ধ্বনি ঘ. শ্বাস ধ্বনি
৫৬. ‘অ’ -এর উচ্চারণস্থান কোনটি?
কণ্ঠ খ. দূত
গ. তালু ঘ. জিহ্বা
৫৭. ক খ গ ঘ ঙ-এর উচ্চারণ স্থান হল -
ক. অগ্রতালু জিহ্বামূল
গ. পশ্চাৎ দন্তমূল ঘ. অগ্র দন্তমূল
৫৮. নিচের কোন বর্ণদ্বয় মহাপ্রাণ ধ্বনির উদাহরণ?
ক. ক, ঙ খ. ক, খ
গ. চ, জ
খ, ঝ
৫৯. বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি?
ক. ১৩টি খ. ১১টি
গ. ৪৯টি ৩৯টি
:::ধ্বনির
পরিবর্তন :::
৬০. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
ক. আজি > আইজ পিশাচ > পিচাশ
গ. পাকা > পাক্কা ঘ. স্কুল > ইস্কুল
৬১. পরের ‘ই’ কার ও ‘উ’ কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে?
ক. বিপ্রকর্ষ খ. স্বরাগম
গ. অভিশ্রুতি অপিনিহিত
৬২. কোনটি প্রগত স্বরসঙ্গতির উদাহরণ?
ক. বিলাতি > বিলিতি খ. দেশী > দিশী
গ. বাক্য > বাইক্য মুলা > মুলো
৬৩. ধ্বনি বিপর্যয়-এর উদাহরণ কোনটি?
ক. মুড়া > মুড়ে
বাকস > বাসক
গ. মোজা > মুজো ঘ. দেশী > দিশী
৬৪. ‘রিক্সা
> রিসকা’ কিসের উদাহরণ?
ক. ব্যঞ্জন বিকৃতি ধ্বনি বিপর্যয়
গ. বিষমীভবন ঘ.
বিপ্রকর্ষ
৬৫. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অšত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে কি বলে?
ক. বিষমীভবন খ.
সমীভবন
গ. স্বরসঙ্গতি সম্প্রকর্ষ
:::ণত্ব ও ষত্ব বিধান :::
৬৬. ‘ণ’-ত্ব ও ‘ষ’-ত্ব বিধান কোন শ্রেণীর শব্দে অনুসৃত হয়?
ক. দেশী খ. বিদেশী
তৎসম ঘ. খাঁটি বাংলা
৬৭. খাঁটি বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনির ব্যবহার নেই?
ক. দšত্য ন ধ্বনি খ. তালব্য শ ধ্বনি
গ. স্বরধ্বনি মূর্ধন্য ষ ধ্বনি
৬৮. কোনটি স্বভাবতই ‘ণ’ এর উদাহরণ?
কণিকা/ লাবণ্য/ গণনা খ. হরিণ
গ. ঋণ ঘ. রামায়ণ
৬৯. ষত্ব বিধানের স্বাভাবিকভাবে ‘ষ’ হয়েছে কোন শব্দে?
মানুষ খ. বর্ষা
গ. নষ্ট ঘ. বিষয়
৭০. কোন শব্দের বানানে স্বভাবতই ‘ষ’ হয়?
ক. তৃষ্ণা দ্বেষ
গ. দৃষ্টি ঘ. বর্ষণ
৭১. ঋ, র, ষ-এর পর তৎসম শব্দে মূর্ধন্য (ণ) ব্যবহৃত হয় এ সূত্রের বাইরের উদাহরণ কোনটি?
ক. কৃষ্ণ খ. হরিণ
গ. বিশেষণ ব্যাকরণ
৭২. তৎসম শব্দের বানানে “ণ” এর সঠিক ব্যবহার এর নিয়মই।
ক. ষত্ব-বিধান
ণত্ব-বিধান
গ. উপসর্গ ঘ. প্রত্যয়
৭৩. কোন শব্দের বানান ‘ষত্ব বিধান’ অনুসারে শুদ্ধ?
ক. ইষ্টার্ন খ. অগ্নিষাৎ
গ. অনুসঙ্গ মুমূর্ষু
৭৪. স্বভাবতঃই
‘ণঃ হয়েছে কোন শব্দটিতে?
ক. বিশেষণ কণিকা
গ. কণ্টক ঘ. গ্রহণ
:::সন্ধি :::
৭৫. ‘ষড়যন্ত্র’
শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. ষড়+যন্ত্র
ষট+যন্ত্র
গ. সৎ+যন্ত্র ঘ. স্বত+যন্ত্র
৭৬. কোনটি ব্যঞ্জন ধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
ক. একচ্ছত্র খ. পবিত্র
দিগন্ত ঘ. সজ্জন
৭৭. ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. গা+অক
গৈ+অক
গ. গায়+ক ঘ. গা + য়ক
৭৮. ‘শীতার্ত’
শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
শীত + ঋত খ. শীত + আর্ত
গ. শিত + ঋত ঘ. শিত + অর্ত
৭৯. কোনটির
নিয়মানুসারে সন্ধি হয় না?
ক. গায়ক কুলটা
গ. পশ্চাধম ঘ. নিজন্ত
৮০. গোস্পদ
এর সন্ধি বিচ্ছেদ কি হবে?
ক. গোর + পদ
গো + পদ
গ. গৌ + পদ ঘ. গৌর + পদ
৮১. বিসর্গ
সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে?
ক. তিন ভাগে খ. ছয় ভাগে
দুই ভাগে ঘ. নয় ভাগে
৮২. ‘নাবিক’
এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. না + ইক খ. নো + ইক
গ. না + বিক
নৌ + ইক
৮৩. ‘নিষ্কর’
শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. নিষ্ + কর খ. নিস্ + কর
নিঃ + কর ঘ. নীঃ + কর
৮৪.কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক. বাক্ + দান = বাকদান খ. উৎ + ছেদ = উচ্ছেদ
পর + পর = পরস্পর ঘ. সম + সার = সংসার
৮৫. অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে -
ক. ঈ-কার হয় খ.
ঊ-কার হয়
গ. ও-কার হয় এ-কার হয়
৮৬. নিপাতনে
সিদ্ধ ‘ষ’-এর ব্যবহার হয়েছে কোনটিতে?
ক. মুমূর্ষু খ. অনুষঙ্গ
গ. বর্ষণ ভূষণ
:::পুরুষ ও স্ত্রীবাচক শব্দ :::
৮৭. কোনটি আ-প্রত্যয়যোগে সাধিত স্ত্রীবাচক শব্দ?
আধুনিকা খ. গায়িকা
গ. নায়িকা ঘ. বালিকা
৮৮. সংস্কৃত
ভাষায় ‘রজক’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. রজকি
রজকী
গ. রজকিনী ঘ. রজকাইন
৮৯. সংস্কৃত
স্ত্রী প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
ক. ভাগনী খ. জেলেনী
কিশোরী ঘ. বাঘিনী
৯০. কোন শব্দের লিঙ্গান্তর হয় না?
ক. মানী খ. নেতা
গ. পতি
কৃতদার
৯১. কোনটি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ?
ক. বান্ধবী খ. বিধাত্রী
কুলটা ঘ. বিরহিনী
৯২. নিচের কোন পুরুষবাচক শব্দের দুটো স্ত্রীবাচক শব্দ রয়েছে?
ক. খুড়ো খ. খানম
গ. সতীন
বন্ধু
৯৩. সাধারণ
অর্থে স্ত্রী বাচক শব্দ কোনটি?
ক. নানী খ. দাদী
শিক্ষিকা ঘ. মামী
৯৪. কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
সতীন খ. বিধাতা
গ. সপত্নী ঘ. বিপত্নী
৯৫. খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দে বিশেষণটি কেমন হয়?
ক. স্ত্রীবাচক হয়
খ. পুরুষবাচক হয়
গ. নিত্য পুরুষবাচক হয়
নিত্য স্ত্রীবাচক হয়
৯৬. কোনটি পেশা অর্থে স্ত্রীবাচক শব্দ?
শিক্ষয়িত্রী/ শিক্ষিকা খ. জেলেনী
গ. বান্ধবী ঘ. বন্ধুপত্নী
৯৭. ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. নবীনা
মালিকা
গ. কনিষ্ঠা ঘ. বালিকা
৯৮. কোনটি
‘ঈ’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
ক. ব্যঙ্গমী খ. কাঙালী
গ. ঠাকুরী
মজুরী
৯৯. কোনটির
স্ত্রীবাচক শব্দ ‘আ’ প্রত্যয় যোগে গঠিত হয়?
ক. বর
নবীন
গ. নবাব ঘ. সিংহ
৯০. ‘মালী’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
ক. মালা খ. মালিকা
গ. মালীনী
মালিনী
৯১. ‘ইনী’ স্ত্রী প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. জেলেনী খ. চাকরানী
কাঙালিনী ঘ. ডাক্তারনী
৯২. বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার?
তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
৯৩. নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?
ক. বান্ধবী খ. বিধাত্রী
কুলটা ঘ. বিরহিনী
:::দ্বিরুক্ত
শব্দ :::
৯৪. যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্তি শব্দের উদাহরণ কোনটি?
ক. বাছা বাছা জেদা জেদী
গ. কুহু কুহু ঘ. রাশি রাশি
৯৫. “লাল লাল ফুল” বাক্যে কি অর্থে দ্বিরুক্ত হয়েছে?
ক. শূন্য খ. একবচন
বহুবচন ঘ. ঈষৎ
৯৬. কোন বাক্যে ক্রিয়া বিশেষণের দ্বিরুক্ত হয়েছে?
ক. কাল কাল চেহারা
খ. তোমার নেই নেই ভাব গেল না
ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে
ঘ. ফোড়াটা টনটন করছে
৯৭. দ্বিরুক্ত
গঠনের সময় আদিস্বরের পরিবর্তন হয়েছে কোনটিতে?
ক. মারামারি খ. ছট্ফট্
চুপচাপ ঘ. চাল-চলন
৯৮. ‘আমি আজ জ্বর জ্বর বোধ করছি।’ -এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে?
সামান্য খ. আধিক্য
গ. আতিশয্য ঘ. ধারাবাহিকতা
৯৯. কোনটি বিশেষ্য পদের দ্বিরুক্ত?
ক. হেসে হেসে খ. কাকে কাকে
ভাইয়ে ভাইয়ে ঘ. ভালয় ভালয়
১০০. ‘রাশি’ শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
ক. সামান্য
আধিক্য
গ. শূন্য ঘ. আতিশয্য
১০১. সমার্থক
শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে?
ক. ভালমন্দ
তোড়জোড়
গ. ধন-দৌলত ঘ. আমির-ফকির
১০২. কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্ত?
ক. যায় যায় খ. কে কে
গ. উঁচায় নিচায় ঢং ঢং
১০৩. কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ?
ক. জন্ম-মৃত্যু খ. বনজঙ্গল
গ. হাতাহাতি
ডালভাত
১০৪. তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগলো -এখানে ‘হায় হায়’ অব্যয়ের দ্বিরুক্ততে কোনটি বোঝানো হয়েছে?
ভাবের গভীরতা খ. অনুভূতি
গ. আধিক্য ঘ. সামান্যতা
১০৫. নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্ত?
ক. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
খ. বার বার মেঘ ডেকে ওঠে
দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়
ঘ. মন কেমন কেমন করে
:::সংখ্যাবাচক শব্দ :::
১০৬. ‘চৌদ্দ’-এর পূরণবাচক শব্দ কোন্টি?
ক. চৌদ্দ খ. ১৪ চতুর্দশ ঘ. চৌদ্দই
১০৭. ক্রমবাচক
শব্দ কোন্টি?
ক. তিন দ্বাদশ গ. পনেরই ঘ. দোসরা
১০৮. কোন্টি
ক্রম বা পূরণ বাচক সংখ্যা?
ক. পাঁচই খ. ছয় সপ্তম ঘ. ৮
১০৯. ক্রমবাচক
সংখ্যা কোন্টি?
ষোড়শ খ. পনেরই গ. উনিশ ঘ. আঠারই
১১০. সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
চার প্রকার খ. তিন প্রকার
গ. পাঁচ প্রকার ঘ. দুই প্রকার
১১১. ‘ষোল’ সংখ্যাটির ক্রমবাচক রূপ কোন্টি?
ক. ১৬ খ. ষষ্টিতম গ. ষোলই ষোড়শ
:::বচন :::
১১২. কেবলমাত্র
ইতরপ্রাণীল ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচনবোধক শব্দ কোন্গুলো?
ক. রাজি, রাশি খ. কুল, সমূহ
গ. গুচ্ছ, পুঞ্জ পাল, যুথ
১১৩. বচন অর্থ কী?
সংখ্যার ধারণা খ. গণনার ধারণা
গ. ক্রমের ধারণা ঘ. পরিমাণের ধারণা
১১৪. ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কী যুক্ত হয়?
ক. রাশি খ. এবং গ. গণ
গুলো
১১৫. ‘পর্বত’
শব্দের বহুবচন -
ক. পর্বতগুচ্ছ পর্বতমালা গ. পর্বতপুঞ্জ ঘ. পর্বতসমূহ
১১৬. কোনটি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
বর্গ খ. কুল
গ. রাজি ঘ. সকল
১১৭. কেবল অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনটি?
ক. ফুল মালা গ. সমাজ ঘ. মন্ডলী
১১৮. কোন্ বহুবচন বাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক. ফুল খ. দাম গ. গুচ্ছ
বৃন্দ / মন্ডলী
১১৯. নিচের কোনটি বিদেশী মূলভাষার অনুসরণে বহুবচন করা হয়েছে?
ক. আলেমদল খ. শিক্ষকবৃন্দ
গ. কুসুম নিচয় সাহেবান
১২০. কোন বহুবচন বোধক শব্দটি শুধু জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে?
ক. নিকর খ. দাম
পাল ঘ. মালা
১২১. ‘লাল লাল ফুল’-এখানে কোন্ কোন্ পদ যোগে বহুবচন হয়েছে?
ক. বিশেষ্য ও বিশেষ্য খ. বিশেষণ ও বিশেষণ
বিশেষ্য ও বিশেষণ ঘ. বিশেষণ ও বিশেষ্য
১২২. পাল ও যুথ শব্দ দুটি কোথায় ব্যবহৃত হয়?
ক. উন্নত প্রাণীর বহুবচনে খ. জন্তুদের একবচনে
গ. অপ্রাণিবাচক শব্দের বহুবচনে জন্তু বহুবচনে
১২৩. ‘কমল’ শব্দটির শেষে কোন্ বহুবচনবোধক শব্দটি বসবে?
ক. নিচয় খ. দাম নিকর ঘ. রাজি
:::পদাশ্রিত
নির্দেশক :::
১২৪. নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার -
ক. জামাটি লাল খ. গানটি শুনেছি
বিকালটা সুন্দর ঘ. পড়াটা ভাল লাগে না
১২৫. টি, টা, খানা, খানি নির্দেশকগুলো কখন ব্যবহৃত হয়?
একবচনে খ. বহুবচনে
গ. উভয় বচনে ঘ. স্বল্পতা
১২৬. পদের পূর্বে এক, এক যে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে?
ক. সঙ্কীর্ণতা খ. সীমাবদ্ধতা
অনির্দিষ্টতা ঘ. অবরুদ্ধতা
১২৭. যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তাকে কি বলে?
ক. সংখ্যা
পদাশ্রিত নির্দেশক
গ. লিঙ্গ ঘ. উপসর্গ
১২৮. ‘এক যে ছিল রাজা’ -এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নির্দিষ্টতা খ. নিরর্থকতা
অনির্দিষ্টতা ঘ. সুনির্দিষ্টতা
১২৯. ‘নির্দেশক
সর্বনাম’-এর সাথে টা, টি, যুক্ত হলে তা কি হয়?
ক. উৎকৃষ্ট
সুনির্দিষ্ট
গ. নিকৃষ্ট ঘ. অস্পষ্ট
১৩০. পরিমাণের
স্বল্পতা বোঝাতে কোন্ পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়?
টুকু খ. টা
গ. গুলো ঘ. এক
১৩১. ‘সারাটি
সকাল তোমার আশায় বসে আছি।’-এখানে সারাটি কোন্ অর্থ প্রকাশ করেছে?
নিরর্থকভাব খ. অনির্দিষ্টতা
গ. নির্দিষ্টতা ঘ. সামান্যতা
১৩২. পদাশ্রিত
নির্দেশককে আর কী বলে?
ক. অনন্বয়ী অব্যয় খ. সমুচ্চয়ী অব্যয়
গ. পদান্বয়ী অব্যয় পদাশ্রিত অব্যয়
:::সমাস :::
১৩৩. কোনটি নিত্য সমাসের সমস্ত পদ?
ক. সেতার
গৃহান্তর
গ. বেতার ঘ. সহোদর
১৩৪. কোনটি নিত্য সমাসের উদাহরণ?
ক. উপনদী খ. মনমাঝি
গ. নরপশু
গ্রামান্তর
১৩৫. ‘উপ’ কোন ক্ষেত্রে ক্ষুদ্র অর্থ জ্ঞাপক?
ক. উপকণ্ঠ খ. উপকূল
গ. উপস্থিত
উপনেতা
১৩৬. নিচের কোন সমস্ত পদটি দ্বিগু সমাস?
ক. তেপায়া খ. চৌচালা
তেমাথা ঘ. চারহাতি
১৩৭. কোনটি
‘পরপদ’ প্রধান সমাস?
কর্মধারয় খ. অব্যয়ীভাব
গ. দ্বন্দ্ব ঘ. বহুব্রীহি
১৩৮. ‘অন্তরীপ’
কোন বহুব্রীহি সমাসের সমস্তপদ?
ক. প্রত্যয়ান্ত বহুব্রীহি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
গ. ব্যাধিকরণ বহুব্রীহি ঘ. সমানাধিকরণ বহুব্রীহি
১৩৯. ‘স্মৃতিসৌধ’
কোন সমাস্য?
মধ্যপদলোপী কর্মধারয় খ. উপমান কর্মধারয়
গ. রূপক কর্মধারয় ঘ. উপমিত কর্মধারয়
১৪০. প্রতিদ্বন্দ্বী অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি?
প্রতিবাদ খ. প্রত্যুত্তর
গ. প্রতিচ্ছবি ঘ. প্রতিবিম্ব
১৪১. ‘বিশ্ববিখ্যাত’ সমস্ত পদটি কোন সমাস নির্দেশ করে?
ক. মধ্যপদলোপী বহুব্রীহি সপ্তমী তৎপুরুষ
গ. চতুর্থী তৎপুরুষ ঘ. উপমান কর্মধারয়
১৪২. ‘বিপদাপন্ন’
সমস্ত পদটি কোন সমাসের উদাহরণ?
ক. অলুক দ্বন্দ্ব খ. দ্বিতীয়া তৎপুরুষ
তৃতীয়া তৎপুরুষ ঘ. চতুর্থী তৎপুরুষ
১৪৩. কোনটি খাঁটি বাংলা শব্দে কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. সিংহাসন
মনমাঝি
গ. নরাধম ঘ. অনল
১৪৪. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
আমৃত্যু খ. দর্শনমাত্র
গ. জীবনমৃত ঘ. সফল
১৪৫. ব্যাসবাক্যের অপর নাম কী?
বিগ্রহ বাক্য খ. যৌগিক বাক্য
গ. সরল বাক্য ঘ. জটিল বাক্য
১৪৬. প্রত্যেক
পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?
ক. নিত্যসমাস
দ্বন্দ্ব সমাস
গ. বহুব্রীহি ঘ. তৎপুরুষ সমাস
১৪৭. অর্থসঙ্গতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম কী?
সমাস খ. কারক
গ. বাচ্য ঘ. বচন
১৪৮. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. বৌ-ভাত খ. মুখচন্দ্র
গ. মহানবী
কাজল কালো/ কুসুম কোমল
১৪৯. ‘রাজপথ’
এর ব্যাসবাক্য হবে -
ক. রাজার পথ খ. রাজা নির্মিত পথ
গ. রাজাদের পথ পথের রাজা
১৫০. সমাসবদ্ধ
বা সমাস নিষ্পন্ন পদটির নাম কী?
ক. ব্যাসবাক্য খ. বিগ্রহবাক্য
গ. সমস্যমান পদ সমস্তপদ
১৫১. ‘চিরসুখী’
এর ব্যাসবাক্য কোনটি?
ক. চিরসুখী যে খ. চিরদিনের সুখী
চিরকাল ব্যাপিয়া সুখী ঘ. চিরকালের সুখী
১৫২. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
ক. গৃহস্থ খ. ছা-পোষা
গ. উপকূল
প্রগতি
১৫৩. কোনটি
‘ঈষৎ’ অর্থে অব্যয়ীভাব সমাস?
আরক্তিম খ. আগমন
গ. আজীবন ঘ. আপাদমস্তক
১৫৪. কর্মধারয়
সমাসের কোন পদ প্রধান?
ক. অন্যপদ খ. উভয় পদ
গ. পূর্বপদ
পরপদ
১৫৫. ‘রূপক কর্মধারয়’ -এর সমস্তপদ কোনটি?
ক. মহাপুরুষ খ. ঘনশ্যাম
বিষাদসিন্ধু ঘ. তুষারশুভ্র
১৫৬. তৎপুরুষ
সমাসে কোন পদ প্রধান?
ক. পূর্বপদ
পরপদ
গ. অন্যপদ ঘ. উভয়পদ
১৫৭. ‘দশানন’
সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. দশ ও আনন খ. দশ সংখ্যক আনন
গ. দশ আননের সমাহার দশ আনন আছে যার
১৫৮. কোনটি
‘নিপাতনে সিদ্ধ’ বহুব্রীহি সমাসের ‘সমস্তপদ’?
ক. দ্বিপ খ. দীপ
দ্বীপ ঘ. দিপ
১৫৯. সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তার নাম কী?
ক. প্রাদি খ. অলুক
গ. নিত্য
দ্বিগু
১৬০. সমাসবদ্ধ
পদের পরবর্তী অংশকে কী বলা হয়?
ক. পূর্বপদ খ. দক্ষিণ পদ
উত্তরপদ ঘ. প্রধানপদ
১৬১. ‘আমরা’ কোন সমাসের উদাহরণ?
ক. দ্বিগু
নিত্য
গ. দ্বন্দ্ব ঘ. কর্মধারয়
১৬২. ‘দা-কুমড়া’ কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. বিপরীতার্থক দ্বন্দ্ব খ. মিলনার্থক দ্বন্দ্ব
বিরোধার্থক দ্বন্দ্ব ঘ. সমার্থক দ্বন্দ্ব
১৬৩. উপপদ তৎপুরুষ সমাস কোনটি?
পকেটমার খ. গৃহান্তর
গ. প্রভাত ঘ. আরক্তিম
১৬৪. কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত?
ক. দেশান্তর খ. গ্রামান্তর
তেপান্তর ঘ. লোকান্তর
১৬৫. ‘নীল যে পদ্ম = নীলপদ্ম’ কোন সমাস?
ক. দ্বিগু সমাস খ. প্রাদি সমাস
গ. বহুব্রীহি সমাস কর্মধারয় সমাস
১৬৬. জমা-খরচ কোন শব্দযোগে দ্বন্দ্ব সমাস?
ক. সমার্থক খ. বিরোধার্থক
বিপরীতার্থক ঘ. মিলনার্থক
১৬৭. ‘চন্দ্রমুখ’
শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক. চন্দ্রের ন্যায় মুখ খ. চন্দ্র রূপ মুখ
মুখ চন্দ্রের ন্যায় ঘ. মুখ ও চন্দ্র
১৬৮. ‘পঙ্কজ’
কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ?
ক. অলুক
উপপদ
গ. সপ্তমী ঘ. দ্বিতীয়া
১৬৯. ‘তুষারশুভ্র’ কোন সমাসের উদাহরণ?
উপমান কর্মধারয় সমাস খ. উপমিত কর্মধারয় সমাস
গ. রূপক কর্মধারয় সমাস ঘ. তৎপুরুষ সমাস
১৭০. ‘হাসাহাসি’
কোন সমাস?
ব্যতিহার বহুব্রীহি খ. ব্যাধিকরণ বহুব্রীহি
গ. নঞ্ বহুব্রীহি ঘ. মধ্যপদলোপী বহুব্রীহি
১৭১. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. শিশু সাহিত্য সাহিত্য সভা
গ. অরুণ রাঙা ঘ. সকাল সন্ধ্যা
:::উপসর্গ :::
১৭২. বিদেশি
উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক. প্রহার
খাসকামরা
গ. আগ্রহ ঘ. উপকার
১৭৩. “নিজস্ব
কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে” কোনটির?
ক. অনুসর্গের খ. বিভক্তির
উপসর্গের ঘ. পদাশ্রিত অব্যয়ের
১৭৪. কোনটি শব্দের আদিতে বসে শব্দের পরিবর্তন সাধন করে?
ক. অনুসর্গ খ. কর্মপ্রবচনীয়
উপসর্গ ঘ. প্রত্যয়
১৭৫. কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?
ক. আ, সু, অব, আড় খ. ফি, নি, বি, সু
অজ, আন, ইতি, পাতি ঘ. কু, বি, প্র, নি
১৭৬. ‘সু’ উপসর্গযোগে গঠিত তৎসম শব্দ কোনটি?
ক. সুনজর খ. সুদিন
গ. সুনাম
সুকণ্ঠ
১৭৭. ‘সুকাজ’
শব্দটির ‘সু’ কোন প্রকার উপসর্গ?
ক. হিন্দি খ. তৎসম
গ. আরবি
খাঁটি বাংলা
১৭৮. ‘লাপাত্তা’
শব্দের ‘লা’ কোন শ্রেণীর উপসর্গ?
ক. ফারসি খ. উর্দু
আরবি ঘ. হিন্দি
১৭৯. উপসর্গ
কী?
ক. ভাষায় ব্যবহৃত সর্বনাম
খ. ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ
ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
ঘ. ভাষায় ব্যবহৃত অব্যয়
১৮০. কোনটিতে
খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে?
অকাজ খ. পরিশেষ
গ. নিষেধ ঘ. বিবর্ণ
১৮১. ‘বিশেষ’
অর্থে ‘উপ’ উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে?
ক. উপকূল
উপভোগ
গ. উপবন ঘ. উপকণ্ঠ
১৮২. শব্দের
আগে বসে কোনটি?
ক. অনুসর্গ
উপসর্গ
গ. প্রত্যয় ঘ. বিভক্তি
১৮৩. উপসর্গের
কাজ কী?
ক. বর্ণ সংস্করণ খ. যতি সংস্থাপন
নতুন শব্দ গঠন ঘ. ভাবের পার্থক্য নিরূপণ
১৮৪. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
ক. ২০টি
২১টি
গ. ২২টি ঘ. ২৫টি
১৮৫. নিচের কোন শব্দটিতে বিদেশি উপসর্গ আছে?
সাব-জজ খ. উপাধ্যক্ষ
গ. সহযোগী ঘ. উপকূল
:::ধাতু :::
১৮৬. ‘পাঠক’ শব্দটি কোন শ্রেণীর ধাতু থেকে গঠিত?
ক. দেশি
সংস্কৃত মূল
গ. বিদেশি ঘ. খাঁটি বাংলা
১৮৭. ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়?
ক. যতি
ধাতু
গ. উক্তি ঘ. প্রকৃতি
১৮৮. প্রযোজক
ধাতুর উদাহরণ কোনটি?
ক. বসিয়ে রেখো না কাজটি ভালো দেখায় না
গ. এখনও সাবধান হও ঘ. মেয়েটি গান গাচ্ছে
১৮৯. ‘যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর’ - এখানে ‘হারায়’ কোন ধাতু?
ক. নাম ধাতু খ. সংযোগমূলক ধাতু
কর্মবাচ্যের ধাতু/ প্রযোজক ধাতু
ঘ. ভাববাচ্যের ধাতু
১৯০. “এখনও সাবধান ‘হও’, নতুবা আখের খারাপ হবে।” -‘হও’ কোন ধাতুর উদাহরণ?
ক. সাধিত ধাতু সংযোগমূলক ধাতু
গ. মৌলিক ধাতু ঘ. কর্মবাচ্যের ধাতু
১৯১. যে ক্রিয়া পদের মূল বা ধাতু বিদেশি ভাষা থেকে এসেছে তাকে কী বলে?
ক. সংস্কৃত মূল ধাতু খ. অজ্ঞাত মূল ধাতু
বিদেশি ধাতু ঘ. ণিজন্ত ধাতু
:::কৃৎপ্রত্যয়ের বিস্তরিত আলোচনা ও তদ্ধিত প্রত্যয় :::
১৯২. কৃৎ প্রত্যয় সাধিত পদকে কী বলে?
ক. ক্রিয়াপদ খ. প্রকৃতি
গ. ক্রিয়া প্রকৃতি কৃদন্ত পদ
১৯৩. টাক + উয়া = টেকো - কোন ধরনের তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ?
ক. বাংলা তদ্ধিত খ. বিদেশি তদ্ধিত
সংস্কৃত তদ্ধিত ঘ. বাংলা কৃৎ
১৯৪. ‘দর্শন’
শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. দশ+অন দৃশ+অনট
গ. দর্শ+ন ঘ. দর +শন
১৯৫. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কী?
ক. কারক খ. বিভক্তি
গ. যতি
প্রকৃতি
১৯৬. বাংলা ভাষায় প্রত্যয় কত প্রকার?
দুই প্রকার খ. চার প্রকার
গ. তিন প্রকার ঘ. পাঁচ প্রকার
১৯৭. ক্রিয়া
প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক. স্ত্রী প্রত্যয় কৃৎ প্রত্যয়
গ. সংস্কৃত প্রত্যয় ঘ. তদ্ধিত প্রত্যয়
১৯৮. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?
ক. ভাষা সংক্ষেপণ খ. শব্দের মিলন
নতুন শব্দ গঠন ঘ. বাক্যে অলঙ্করণ
১৯৯. কোনটি শূন্য প্রত্যয়ের শব্দ?
হত খ. ভয়
গ. জয় ঘ. ঘুর
২০০. বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ কোনটি?
ক. পাওনাদার
যাচাই/ঝরনা
গ. একঘরে ঘ. ফুলদানি
২০১. কোন শব্দে প্রত্যয় ‘উপজীবিকা’ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. গেঁয়ো
মেছো
গ. টেকো ঘ. গেছো
২০২. ‘মহিমা’
শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. মহি+মা খ. মহা+ইমা
গ. মহা+ইমন মহৎ+ইমন
২০৩. ‘মেধাবী’
-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
মেধা+বিন খ. মেধা+ইন
গ. মেধ+বিন ঘ. মেধ+আবী
২০৪. নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়া কোনটি?
ক. উক্ত খ. প্রাচ্য
প্রত্যয় ঘ. লয়
২০৫. ‘দোলনা’
-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
দুল্+অনা খ. দোল্+না
গ. দিল্+না ঘ. দীল+অনা
২০৬. কোনগুলো
কৃৎ প্রত্যয় সাধিত শব্দ?
ক. বেলী, পাখী গায়ক, কর্তব্য
গ. চাউল, সন্দেশ ঘ. মেঘলা, বেগুনী
::::শব্দের
শ্রেণীবিভাগ::::
২০৭. গঠন অনুসারে শব্দকে কয় ভাবে ভাগ করা যায়?
দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
২০৮. এক বা একাধিক বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?
ক. পদ
শব্দ
গ. ধাতু ঘ. প্রকৃতি
২০৯. কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ?
ক. দৌহিত্র
সন্দেশ
গ. কর্তব্য ঘ. পঙ্কজ
২১০. বিভিন্ন
দৃষ্টিকোণ থেকে বাংলা শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়?
তিন ভাগে খ. চার ভাগে
গ. পাঁচ ভাগে ঘ. ছয় ভাগে
২১১. যোগরূঢ়
শব্দ কোনটি?
ক. বাঁশি
খ. পাঞ্জাবি
পঙ্কজ/রাজপুত/মহাযাত্রা
ঘ. বাবুয়ানা
২১২. ‘জলধি’ কোন শব্দ?
ক. রূঢ়ি শব্দ খ. যৌগিক শব্দ
গ. মৌলিক শব্দ যোগরূঢ় শব্দ
২১৩. পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয়। তাই শব্দটি -
ক. বিভক্তিযুক্ত শব্দ খ. বিদেশি শব্দ
গ. প্রাতিপাদিক শব্দ যোগরূঢ় শব্দ
২১৪. ‘দৌহিত্র’
কোন শব্দ?
ক. রূঢ়ি শব্দ যৌগিক শব্দ
গ. যোগরূঢ় শব্দ ঘ. দেশি শব্দ
২১৫. কোনটি রূঢ়ি শব্দ?
ক. রাজপুত্র খ. কর্তব্য
প্রবীণ ঘ. গোলাপ